Latest News

বাড়িতে ঢুকতে দিচ্ছে না নতুন স্বামীর পরিবার! স্ত্রীর অধিকার চেয়ে ধর্নায় অন্তঃসত্ত্বা মহিলা

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: স্ত্রীর অধিকার চেয়ে এবার স্বামীর বাড়ির সামনে ধর্নাতে (dharna) বসলেন এক অন্তঃসত্ত্বা মহিলা (pregnant woman)। বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের শেখপাড়া গ্রামে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে সেখপাড়া গ্রামের আনারুল ইসলামের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন ইসলামপুর থানার শুকদেব মাটিগ্রামের এই মহিলা। এরপর নিজের প্রথম পক্ষের স্বামীকে ছেড়ে আনারুল ইসলামকে বিয়ে করে ঐ মহিলা। তাঁর প্রথম পক্ষের দুই সন্তানও রয়েছে বলে খবর। সমস্যা দেখা দেয় এরপরই। বিয়ের পর তিনি আনারুল ইসলামের বাড়িতে উঠতে গেলে আনারুলের পরিবার ওই মহিলাকে এখন আর ভিতরে ঢুকতে দিচ্ছে না।

অনেক চেষ্টার পরেও কোনও কাজ না হওয়ায় সেই মহিলা শুক্রবার সকালে আনারুলের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন। মহিলার এই কাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ঘটনার পরই এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত আনারুল ইসলাম। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ গিয়ে সেই মহিলাকে থানায় নিয়ে যায়।

শুধুই সম্পত্তি-বিবাদ নয়, ছিল ভাসুর-বৌমার ‘বিকৃত’ সম্পর্কও! হাওড়া গণহত্যার তদন্তে নয়া মোড়

You might also like