
দ্য ওয়াল ব্যুরো: খেলার (Sports) মাঠে এরকম ঘটনা এর আগেও ঘটেছে। কিন্তু গ্রামীন খেলা কবাডিতে (Kabaddi Player Dead) এমন ঘটনা সাম্প্রতিককালের মধ্যে ঘটেছে কিনা সন্দেহ।
খেলার মাঠে ফের ঘটল এক নিদারুণ মর্মান্তিক ঘটনা। কবাডি খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তামিলনাড়ুর সালেম জেলার মন্নাদিকুপম গ্রামের কাছে পাঁরুতির তরুণ তারকা।
বিরলতম ঘটনা ফুটবল মাঠে, তদন্ত করছে পুলিশ, অনুবীক্ষণে ভিডিও ফুটেজ
মাত্র ২২ বছরের তরুণ কবাডি তারকা খেলতে খেলতেই মৃত্যু হয়েছে। বিপক্ষ খেলোয়াড়রা তাঁকে গলা পেঁচিয়ে কাত করতেই তিনি আর ওঠার মতো শক্তি পাননি। সেই যে মাটিতে এলিয়ে গেলেন, আর উঠতেই পারলেন না।
বিমল রাজ নামে ওই তারকা সালেম জেলার একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের স্নাতক কোর্সে পড়াশোনা করছিলেন। তাঁর বিষয় ছিল প্রাণীবিদ্যা।
তিনি সপ্তাহ শেষে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছিলেন। আর এসেই জেলা স্তরের এক কবাডি টুর্নামেন্টে মুরাত্তু কালাই দলের হয়ে প্রতিনিধিত্ব করতে নামেন। সেই ম্যাচ খেলতে গিয়েই এই করুণ পরিণতি ঘটেছে।
পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে পাঠিয়েছিল। তার আগে সব শেষ। তদন্ত করে দেখা হয়েছে তিনি হৃদরোগেই আক্রান্ত হন। একটি ভিডিওর সূত্র ধরেই এগোচ্ছে পুলিশ।
এও রিপোর্টে লেখা হয়েছে, বিমল অসুস্থ হয়ে যেতে তাঁকে দলের সতীর্থরা বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনও সাড়া দেওয়ার মতো অবস্থায় ছিলেন না।