Latest News

পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক! নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েন এক ব্যক্তি। সারা রাত ঘাপটি মেরে বাড়ির মধ্যেই লুকিয়ে ছিলেন তিনি। সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে, তবে নিরাপত্তা (Security) নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। মুখ্যমন্ত্রীর আঁটোসাটো নিরাপত্তা বলয়ের মধ্যে কীকরে এমনভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন ওই ব্যক্তি?

সূত্রের খবর, শনিবার রাত একটা নাগাদ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েন ভেতরে। নিরাপত্তারক্ষীদের চোখের আড়ালে এমন কাণ্ড ঘটান তিনি। সারা রাত বাড়ির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকেন তিনি। সকাল বেলা তাঁকে দেখতে পেয়েই হইচই পড়ে যায়। যদিও পরে তাঁকে আটক করে কালীঘাট থানার পুলিশ।

সূত্রের আরও খবর, কী করে ওই ব্যক্তি সকলের চোখের আড়ালে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কী উদ্দেশ নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন তাও জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড ক্যাটগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন? উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির অনতিদূরে ঘটে যায় জোড়া খুন। সেই সময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছিল। এমনকি দেখা গেছে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল।

এর মধ্যেই গতকাল রাতের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করল। সূত্রের খবর, ওই ব্যক্তির মানসিক অবস্থা কেমন ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। নিছকই ভুলবশত তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তাও তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা যাচ্ছে, গতকাল রাতে মমতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের থেকেও কৈফিয়ত চাওয়া হতে পারে।

নরেন্দ্রপুরে মাঝরাতে শ্যুটআউট! ঘরের মধ্যেই গুলিবিদ্ধ যুবক, পরে মৃত্যু

You might also like