Latest News

হিমঘরে গ্যাস লিক করে বিপত্তি! তারকেশ্বরে দমবন্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: হিমঘরে (freezer) অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে (gas leak) বিপত্তি! দম বন্ধ হয়ে মৃত্যু (death) হল এক মহিলার (old woman)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের (Tarakeshwar) মুক্তারপুর এলাকায়। সিলিন্ডার ফেটে যাওয়ার খবর পেয়ে বেশ খানিকক্ষণ পরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও তারকেশ্বর থানার পুলিশ। জল দিয়ে সিলিন্ডারটি নিস্তেজ করা হয়।

স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান পঙ্কজ কারক জানান, ‘দুপুরে অ্যামোনিয়া গ্যাস রিফিল করার সময় একটি সিলিন্ডার হঠাৎই ফেটে যায়। যদিও সেই সময় হিমঘরের শ্রমিকরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। সে কারণেই বড়সড় কোনও দুর্ঘটনা সেখানে ঘটেনি।’

সেই উপপ্রধান আরও জানান, ‘বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটলেও শৈবা গড়াই নামের একজন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আসলে সেই হিমঘরের বিষাক্ত গ্যাস পাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছিল। আর সেই বৃদ্ধার বাড়ি একেবারে হিমঘর লাগোয়া। হতে পারে দমবন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।’

পঞ্চায়েত, বিডিও ও পুলিশের তরফ থেকে গোটা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান। মৃত মহিলার বোনের ছেলে কৌশিক দাস বলেন, ‘হিমঘরে আগেও অনেকবার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আবারও গ্যাস বেরিয়ে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। সে সময় বাড়িতে মাসি একাই ছিলেন। আমরা নিশ্চিত, ওই গ্যাসেই দম আটকে তাঁর মৃত্যু হয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’

মদের আসরে বচসার জের, মুর্শিদাবাদে দম্পতিকে পুড়িয়ে খুনের চেষ্টা

You might also like