Latest News

ওঝার কাছে গিয়ে সময় নষ্ট, চিকিৎসার অভাবে বনগাঁয় মৃত্যু সাপে কাটা বৃদ্ধার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের কুসংস্কারের বলি হলেন বনগাঁর এক বৃদ্ধা (old woman)। সাতসকালে তাঁকে সাপে কেটেছিল (snake bite)। কিন্তু হাসপাতালে না গিয়ে সেই বৃদ্ধাকে নিয়ে ওঝার বাড়ি ছোটে পরিবারের লোকজন। সেই গাফিলতিতেই শেষ অবধি মারা যান ওই মহিলা। ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bongaon) কালুপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে।

সূত্রের খবর, মৃত ওই বৃদ্ধার নাম সতীবালা বৈরাগী। বয়স ৬৯ বছর। পরিবারের দাবি, আজ সকালে বিচুলির গাদায় বিচুলি আনতে গেলে তাঁকে সাপে কাটে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সুভাষ মণ্ডল নামে স্থানীয় এক ওঝার বাড়িতে। মৃত বৃদ্ধার ছেলের অভিযোগ, ‘ওঝা বলেছিল মা’কে বিষহীন সাপে ছোবল মেরেছে।’ এরপর তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার।

যদিও পরে ওঝার বাড়িতে গিয়ে সেই ব্যক্তির দেখা মেলেনি। ওঝার মা বলেন, ‘কুকুর, বিড়াল কামড়ালে বা সাপে কাটলে আমার ছেলে দীর্ঘদিন ধরেই জরিবুটি ওষুধ দিয়ে আসছে। আজ সকালে আমাদের বাড়িতে বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখানে কোনও চিকিৎসা হয়নি।’

শিলিগুড়িতে মাফিয়ারাজ, জঙ্গলের ম্যাপই বদলে যাচ্ছে অবৈধ দখলদারিতে!

You might also like