Latest News

মদের আসরে বচসার জের, মুর্শিদাবাদে দম্পতিকে পুড়িয়ে খুনের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ঘরে আগুন লাগিয়ে স্বামী-স্ত্রী’কে (couple) পুড়িয়ে (burn) মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী (neighbor) এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ার ডুবোপাড়া এলাকায়।

জানা গেছে, সোমবার কালীপুজোর রাতে মদ খাওয়া নিয়ে প্রতিবেশী রবি মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয়েছিল বিক্রম মণ্ডল ও তাঁর ভাইয়ের। ক্রমে সেই ঝগড়া গড়ায় হাতাহাতিতে। এই ঘটনার জেরেই মঙ্গলবার ভোররাতে বিক্রম মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সেই প্রতিবেশী রবি মণ্ডলের বিরুদ্ধে।

আগুন লেগে একেবারে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। পুড়ে যান বিক্রম মণ্ডল ও তাঁর স্ত্রী পিয়ালী মণ্ডল। আগুনে পুড়ে মরে গেছে বাড়িতে থাকা গবাদি পশুগুলিও। পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র, মোটর বাইক। তবে কোনওরকমে প্রাণে বেঁচে যান ওই দম্পতি।

এরপর সঙ্গে সঙ্গে আগুনে দগ্ধ হয়ে যাওয়া স্বামী-স্ত্রী’কে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তাঁদের অবস্থার অবনতি হতে থাকায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রবি মণ্ডল। এই ঘটনায় রবি মণ্ডলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন বিক্রমের পরিবারের সদস্যরা।

কালীপুজোর রাতে ক্যানিংয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ঘরবাড়ি

You might also like