
দ্য ওয়াল ব্যুরো: ফের ডেঙ্গি (dengue) আক্রান্ত হয়ে মৃত্যু বিধাননগর পুরনিগম এলাকার বাগুইআটিতে (Baguiati)। জানা গেছে, বাগুইআটির পূর্ব নারায়ণতলার বাসিন্দা ঋত্বিকা সাউ (৮) বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বিসি রায় হাসপাতালে এবং সেখান থেকে পরে শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই কিশোরীর (minor girl)। পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।
তার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই ডেঙ্গিতে আক্রান্ত ছিল ঋত্বিকা। প্রথমে বেশ কিছুদিন জ্বর ছিল। পরীক্ষা করাতেই ডেঙ্গি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। ওর শরীরে এন এস ওয়ান ভাইরাসের দেখা মিলেছিল। ডাক্তাররা সেই মতো চিকিৎসাও শুরু করেছিলেন। কিন্তু সময় পাওয়া গেল না। তার আগেই সব শেষ!
উল্লেখ্য, ডেঙ্গিতে মৃত্যু বেড়েই চলেছে। একদিকে যেমন শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই জেলাগুলিতেও ডেঙ্গি রোগীর সংখ্যা ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠেছে। ডেঙ্গির পজিটিভ রেট ক্রমেই ঊর্ধ্বমুখী এই রাজ্যে। এমন পরিস্থিতিতে চরম সমালোচনার মুখে পড়েছে কলকাতা পুরসভা।
ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়েছে কলকাতা পুরসভা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়াকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে এই চিঠি দেওয়া নিয়ে পাল্টা জবাব দিয়েছেন কলকাতার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। তাঁর দাবি, কলকাতার পরিস্থিতি অন্য রাজ্যের থেকে অনেক ভাল। শহরের কয়েকটি অঞ্চলে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়েছে। কিন্তু ডেঙ্গিতে মৃত্যুহার ১ শতাংশের বেশি নয়।
বাংলায় একদিনে ডেঙ্গি পজিটিভ ৯৩২! মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন