Latest News

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন নয়ডার বাসিন্দার! কারণ নিয়ে ধন্দে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ফের সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির! তবে কী কারণে এই ঘটনা ঘটাল ওই ব্যক্তি, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার হঠাৎই ওই ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে নেন। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে দেয় পুলিশ। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে ওই ব্যক্তির নাম রাজবাবু গুপ্তা(৫০)। পুলিশের তরফে বলা হয়, নয়ডার এক কারখানায় কাজ করতেন তিনি। জানা গেছে, তিন মাস বেতন পাননি তিনি। সম্ভবত সেই কারণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

প্রসঙ্গত, এমন ঘটনা নতুন নয়। আগেও একাধিক ব্যক্তি এইভাবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। মূলত, বিচারের আশায় এহেন কাণ্ড ঘটায়।

You might also like