
দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটিতে দুই কিশোরের অপহরণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। সেই বাগুইআটি থেকেই এবার রহস্যজনকভাবে (Baguiati Missing Man) নিখোঁজ হয়ে গেলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।
নিখোঁজ ব্যক্তির নাম পিরাজ বিশ্বাস ওরফে লিটন। তিনি বাগুইআটি থানার ঝিলবাগান স্বামীজিনগরের বাসিন্দা। ৪২ বছর বয়সি ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, মানসিক বিকাশ জনিত সমস্যার কারণে তাঁর আচরণ ছোট শিশুদের মতো ছিল। পিরাজের বাবা একজন ব্যবসায়ী। ক’দিন পরেই নতুন দোকান উদ্বোধন করার কথা ছিল তাঁর। গত ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমীর দিন, ছেলেকে নিয়ে জগৎপুর বাজারে নিজের দোকানে যান পিরাজ বিশ্বাসের বাবা। গাড়িতে জিনিস তোলার জন্য দোকানের বাইরে ছেলেকে দাঁড় করিয়ে রেখে ভিতরে যান তিনি। ফিরে এসে দেখেন, পিরাজ সেখানে নেই।
আশেপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কোথাও পিরাজ বিশ্বাসের সন্ধান মেলেনি। এই ঘটনায় পর বাগুইআটি থানায় নিখোঁজ ডায়েরি এবং এফআইআর করা হয় তাঁর পরিবারের তরফ থেকে। বিভিন্ন এলাকায় পিরাজের ছবি লাগিয়েও খোঁজ করা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও পিরাজবাবুর নিখোঁজ হওয়ার কথা জানিয়ে পোস্ট করা হয়। কিন্তু ঘটনার পর ১০ দিন কেটে গেলেও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যক্তির।
পিরাজবাবুর মা জানিয়েছেন, গত ২ অক্টোবর অর্থাৎ রবিবার জন্মদিন ছিল ছেলের। তার ঠিক দু’দিন আগেই রহস্যজনকভাবে ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় চোখের জল ফেলে দিন কাটাচ্ছেন বৃদ্ধা।
ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় মালদহে প্রাণ গেল একরত্তির! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মামা