Latest News

সিংহের খাঁচায় ঢুকে পড়ে জখম যুবক! আলিপুর চিড়িয়াখানায় হুলস্থুল কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: সিংহের খাঁচার এনক্লোজার টপকে সটান ভেতরে ঢুকে পড়লেন এক যুবক! শুক্রবার সকালে আলিপুর চিড়িয়াখানার এই ঘটনায় রীতিমতো হইহই পড়ে যায়। সিংহের আঁচড়ে, কামড়ে জখমও হয়েছেন তিনি।

সূত্রের খবর, বছর চৌত্রিশের ওই আহত যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা খতিয়ে দেখছেন তাঁকে। নিরাপত্তা সত্ত্বেও কী করে ওই ব্যাক্তি খাঁচার মধ্যে ঢুকে পড়লেন তা এখনও জানা যায়নি। ঠিক কেন এই কাণ্ড তিনি ঘটালেন, তা নিয়েও ধোঁয়াশায় সকলে। মনে করা হচ্ছে, মানসিক ভাবে ভারসাম্যের অভাব রয়েছে তাঁর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনক্লোজারের ভিতরে ছাড়া অবস্থায় ছিল একটি সিংহ। দর্শকরা ছিলেন খাঁচার বাইরে। ঘোরাঘুরি করছিলেন অনেকে। তাঁদেরই মধ্যে থেকে, কেউ কিছু বুঝে ওঠার আগে আমকাই এনক্লোজার বেয়ে উঠে ভেতরে লাফিয়ে পড়েন ওই যুবক!

সঙ্গে সঙ্গে তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। কামড়ে ধরে পায়ে। থাবার আঘাতও বসায় কিছু। ততক্ষণে ছুটে এসেছেন কর্মীরা। তাঁদেরই একজন ওই ব্যক্তিকে সিংহের মুখ থেকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে যথেষ্টই আহত হয়েছেন তিনি।

শুক্রবারের এই ঘটনায় অনেকেরই মনে পড়ে গিয়েছে অন্য একটি ঘটনা। বছর কুড়ি আগে এই আলিপুর চিড়িয়াখানাতেই বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। এদিন সেই আতঙ্কই যেন আবার ফিরল চিড়িয়াখানায়।

You might also like