
দ্য ওয়াল ব্যুরো: কথায় রয়েছে, একাই একশো, সেটাই দেখালেন হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়ক একাই অপরাজিত ১৪৩ রান করলেন। ভারত ৫০ ওভারে তুলল ৩৩৩/৫।
জয় করেছেন ক্যানসারকে, আইপিএলের ফ্লপ মাস্টারই ভারতকে হারানোর নায়ক
ক্যান্টারবেরিতে হরমন দেখালেন ক্যাপ্টেনস নক কাকে বলে। দলের ওপেনার শেফালি ভার্মা (৮) দ্রুত ফিরে গেলেও অন্য ওপেনার স্মৃতি মান্ধানা করেছেন ৪০ রান। যস্তিকা ভাটিয়া ২৬ রানে ফিরে গিয়েছেন। তারপরই হাল ধরেন হরমন। তাঁর ইনিংসে রয়েছে ১১১ বলে ১৪৩ রান, যার মধ্যে ১৮টি চার ও চারটি ওভার বাউন্ডারি।
হরমনপ্রীত চলতি বছরে দারুণ ফর্মে বিরাজ করছেন। মোট ১৫টি ইনিংসে তিনি করেছেন ৭৫০ রান। তার মধ্যে রয়েছে পাঁচটি হাফসেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি। স্বপ্নের ফর্মে রয়েছেন বলেই দলকে নেতৃত্বও দিচ্ছেন দাপটের সঙ্গে।
চলতি সিরিজ ঝুলন গোস্বামীর ফেয়ারওয়েল সিরিজ হতে চলেছে। সেই ইনিংসকে স্মরণীয় করতেই হরমন, মান্ধানাদের খেলা যেন আর বিকশিত হয়েছে। পাশাপাশি এদিন হরমনের সঙ্গে ভাল খেলেছেন হার্লিন দেওল। হার্লিন করেছেন ৭২ বলে ৫৮ রান, যার মধ্যে রয়েছে পাঁচটি চার ও দুটি ছক্কা।