Latest News

পুজো শেষ হতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি, দমদমে মৃত্যু মাধ্যমিকের ছাত্রের

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুজো কমতেই ফের চোখ রাঙাতে শুরু করল ডেঙ্গি। উত্তর ২৪ পরগনার দমদমে (Dumdum) ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ (Dengue Death) হারাল এক দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন হালদার সপ্তমী থেকে প্রবল জ্বরে ভুগছিল সে। সঙ্গে ছিল মাথা ও গা-হাত পায়ে ব্যাথা। স্থানীয় চিকিৎসকের নির্দেশে প্যারাসিটামল ও তরল খাবার দেওয়া হচ্ছিল তাকে। সঙ্গে রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।

সেই পরীক্ষাতেই ডেঙ্গি ধরা পড়ে সায়নের। নবমীর রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বাড়ে বমি ও জ্বর। সেই কারণে তাকে একাদশীর সন্ধেবেলা আরজিকর হাসপাতালে নিয়েও যাওয়া হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মারা যায় সায়ন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাওড়ায়। হাসপাতাল সূত্রে খবর, যখন সায়নকে নিয়ে আসা হয় তখন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যদি আরও তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যেত তবে তাকে বাঁচানো সম্ভব হত।

তারকেশ্বরে সিভিক ভলান্টিয়ারের হাতে আক্রান্ত পুলিশ, প্রতিমা ভাসান ঘিরে অশান্তি

You might also like