
দ্য ওয়াল ব্যুরো: হিমাচলে ট্রেক করতে গিয়ে মৃত্যু (Himachal Trek) হল এক বাঙালি মহিলার। জানা গেছে শুক্রবারই মৃত্যু হয়েছে তাঁর। শনিবার সকালে সেই খবর এসে পৌঁছয় তাঁর কসবার বাড়িতে।
জানা গেছে, দীপাঞ্জনা মুখোপাধ্যায় নামে বছর ৩৫-এর এই মহিলা থাকতেন দক্ষিণ কলকাতার কসবার বেদিয়াডাঙা এলাকায়। আয়কর দফতরে কাজ করতেন তিনি। পরিবার সূত্রের খবর, গত ৫ নভেম্বর দেরাদুনে মাউলি থেকে ট্রেক শুরু করেছিলেন তিনি।
আরও জানা গেছে, স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে দেরাদুনে ছুটি কাটাতে যান দীপাঞ্জনা। সেখান থেকেই ট্রেক করতে শুরু করেন তিনি। শুক্রবার দুপুরে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। নিমেষে পাহাড়ের কোলেir মৃত্যু হয় তাঁর।
দীপাঞ্জনার মৃত্যুর খবর পরিবারের পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কথায়, এর আগেও পাহাড়ের টানে বারবার ট্রেক করতে বেরিয়ে যেতেন তিনি। এমন কোনও সমস্যা হয়নি। তবে এবার কী হল তা বুঝে উঠতে পারছেন না কেউই।
পরিবাররা চাইছেন, ময়নাতদন্তের পর দ্রুত দীপাঞ্জনার দেহ ফিরে আসুক বাড়িতে। এই জন্য সরকারের সাহায্য চাইছে পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন দীপাঞ্জনার মা। মেয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তিনি।
বেলেঘাটার লোহার কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে গেছেন অন্তত দু’জন