Latest News

কার্তিকের মাথায় চুম্বন রোহিতের, রাগ-অভিমানের পালা দেখল জিমখানা

দ্য ওয়াল ব্যুরো: দীনেশ কার্তিককে (Dinesh Karthik) একবার ধমকাতে দেখা গেল, আবার তাঁর মাথাতেই চুম্বন রোহিত শর্মার (Rohit Sharma)। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট দীনেশের গ্লাভসে লেগে বেল পড়ে যেতেই উচ্ছ্বাস ভারতীয় শিবিরে।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদের জিমখানা মাঠে নির্ণায়ক টি ২০ ম্যাচে রানআউট হয়ে যান ম্যাক্সওয়েল। ৭.৪ ওভারে চাহালের বলে শর্ট ফাইন লেগের দূরে ঠেলে দেন, ডিপ স্কোয়ারে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল নিজের ডানদিকে ছুটে বল দ্রুতগতিতে বল ছুঁড়ে দেন স্ট্রাইকার-এন্ডের দিকে।

নিজামের শহরে সূর্যের তেজ, বিরাটের নবাবী ব্যাটিংয়ে সিরিজ ভারতের

সেই সময় দু’রান নেওয়ার ছুটছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু প্রাথমিকভাবে মনে হয়েছিল, অক্ষরের ছোড়া বল আছড়ে পড়ার আগেই কার্তিকের গ্লাভসে স্টাম্প ভেঙে গিয়েছে।

টিভি রিপ্লেতে দেখা যায়, বল যে সময় স্টাম্পে আছড়ে পড়ছে, ঠিক সেইসময় কার্তিকের গ্লাভসও স্টাম্পে লেগেছে। তাই রানআউট দেওয়া হয়। ড্রেসিংরুমে ফিরে যান ম্যাক্স। তারপর কার্তিকের হেলমেটে চুম্বন ভারত দলনেতার। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একজন রোহিত-কার্তিকের ছবি পোস্ট করে লেখেন, ‘রোহিত-কার্তিকের ব্রোম্যান্স।’

প্রথম ম্যাচে কার্তিকের ওপর রাগ হয়েছিল রোহিতের। কার্তিক ভুল ডিআরএস চাওয়ায় সেই নিয়ে গজরাতে থাকেন অধিনায়ক। এদিনও জিমখানা মাঠে রাগ অভিমানের পালা চলেছে, কিন্তু নিজের কাজের পরে রোহিতও লজ্জায় পড়ে গিয়েছেন।

You might also like