Latest News

সাংবাদিকরাও ঝুঁকিতে, ভোপালে করোনায় আক্রান্ত সাংবাদিক, কমলনাথের বৈঠকে ছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: এবার করোনাভাইরাসের শিকার হলেন এক সাংবাদিক। সমাজের অন্যতম এক জরুরি পরিষেবা যাঁরা সচল রাখেন, যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বলে সকাল থেকে রাত ঘরবন্দি অবস্থায় থেকেও সারাবিশ্বের প্রতিটি প্রান্তের খবর বহু মানুষ পাচ্ছেন, তাঁদেরই মধ্যে এক জন এবার আক্রান্ত৷

ভোপালের ওই সাংবাদিক করোনা পজ়িটিভ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে মধ্যপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫৷ শুধু ওই সাংবাদিকেরই নয়, তাঁর মেয়ের শরীরেও মিলেছে কোভিড ১৯ অসুখ৷ বস্তুত, মেয়ের থেকেই সংক্রামিত হয়েছেন তিনি। ১৭ মার্চ ইংল্যান্ড থেকে ফিরেছিলেন তাঁর মেয়ে৷ তার পরে ১৮ মার্চ ট্রেনে করে ভোপালে পৌঁছন৷ তারও পরে উপসর্গ এবং অসুখ ধরা পড়ে তাঁর। জানা গেছে, সেই সময়ে প্রায় ১৫৭ জনের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন ওই তরুণী৷

তবে বাবার শরীরে কোনও উপসর্গ বা অসুস্থতা দেখা যায়নি এতদিন। এমনকি গত সপ্তাহে মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক৷ বুধবার এইমস-এ ৫৫ বছরের ওই সাংবাদিকের টেস্টের ফলাফল পজিটিভ আসে৷ এ খবর সামনে আসার পরেই, কমলনাথের ওই প্রেস কনফারেন্সে কারা ছিলেন, ওই সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন, তাঁদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷ ভোপালের প্রফেসর কলোনিতে থাকেন ওই সাংবাদিক। সেই এলাকাতেও খোঁজ নেওয়া হচ্ছে, কারও কোনও উপসর্গ দেখা গেছে কিনা।

You might also like