
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, একসময় আকাশে উজ্জ্বলতম তারাগুলির তালিকায় বিটলগুজের স্থান ছিল ১২ নম্বরে। গত কয়েক মাসে সে নেমে এসেছে ২০ নম্বরে। পৃথিবী থেকে তার দূরত্ব ৬৪২.৫ আলোকবর্ষ। ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী এডোয়ার্ড গুইনান জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারির মধ্যে আরও কমে যাবে বিটলগুজের ঔজ্জ্বল্য। তাঁর মতে, মহাকাশে এমন কিছু ঘটছে যা আগে কখনও দেখা যায়নি।
বিটলগুজের আয়তন সূর্যের চেয়ে হাজার গুণ বেশি। তা যদি সুপারনোভায় পরিণত হয়ে বিস্ফোরিত হয়, তাহলে দেখা যাবে দিনের বেলাতেও। সূর্যের আলোতেও ঢেকে যাবে না তার ঔজ্জ্বল্য। খালি চোখে সুপারনোভা বিস্ফোরণ দেখা যাওয়ার সম্ভাবনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়।
Down here on Earth, we’re going to see a very bright light in the sky. It could even be visible during the day, and bright enough to rival a full moon at night. The event will be breathtaking to behold, but #Betelgeuse will be wrapping up its farewell tour. It’s been a pleasure. pic.twitter.com/wffL9OMOzP
— 。.:*・☆・Jen .:*・☆・゜ (@Aero_Jenna) February 8, 2020