
দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচদিন ধরে নিখোঁজ পাওয়ার পর খোঁজ মিল বছর সাতের এক শিশুর। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হল ওই শিশুর রক্তাক্ত দেহ (Child Death)। অণ্ডালে (Andal) রবিবার সকালে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম সৌরভ বাউড়ি। দুর্গাপুরের অণ্ডালের মাধবপুর কয়লাখনি অঞ্চলে থাকত সে। গত বুধবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তারপর থেকে সন্ধান চলছে। অবশেষে আজ বাড়ির পাশেরই এক জঙ্গল থেকে সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিশ এসে পুরো জায়গা ঘিরে ফেলে। ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, গত বুধবার দুপুরে খেলতে বেরোয় সৌরভ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরে না সে। তারপরই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা। রাতভর খোঁজাখুঁজির পরেও সৌরভের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার থানায় জানান তাঁরা।
তবে তিন দিন কেটে গেলেও সৌরভের কোনও খোঁজ দিতে (Missing) পারেনি পুলিশ। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়ির পাশের জঙ্গল থেকে সৌরভের দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা।
সৌরভের পরিবারের এক সদস্যের কথায়, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাজারের কাছে এক মহিলা জানান সৌরভকে পাচার করে দেওয়া হয়েছে। সন্দেহ হওয়ায় ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, ওই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নিয়েই ছেড়ে দেয়। যা নিয়ে গত শুক্রবার সৌরভের পরিবারের লোকরা ও স্থানীয়রা থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও পুলিশ, সৌরভের পরিবারের আনা অভিযোগ অস্বীকার করেছে। এদিন মৃতদেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
মাঝরাতে বাঁকুড়ায় উল্টোরথ, ঝামেলা বাঁধল দু’ওয়ার্ডে! মারামারি, ইটবৃষ্টি, জখম অন্তত ১০