Latest News

ইস্টবেঙ্গলের মরশুমের প্রথম ট্রফির দিন মেহতাবের বায়োপিক নিয়ে ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এমএলএ কাপ চ্যাম্পিয়ন হল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের মহিলা ফুটবল টিম। কালিয়াগঞ্জে চার টিমের এই প্রতিযোগিতায় প্রথম খেলায় ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল টিম টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে দক্ষিণ দিনাজপুরকে।

রাতের আলোর ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল টিম ১-০ গোলে এম.এল.এ. কালিয়াগঞ্জ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন এর শিরোপা দখল করে নেয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল টিমের মিনা খাতুনই।

ঝুলন আপনি শুধু ক্রিকেটার নন, আপনি একজন জাতি, সমগ্র দেশের প্রেরণার নাম

লাল হলুদের মরশুমের প্রথম ট্রফি জয়ের দিনে মেহতাব হুসেনের বায়োপিকের কথা ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে।

শুরু হতে চলেছে মেহতাব হুসেনের বায়োপিক। পরিচালনায় দাঘা প্রোডাকশন I সোমবার প্রোডাকশন কোম্পানির উদ্যোগে ইস্টবেঙ্গল ক্লাবের প্রেস রুমে বায়োপিকের শুভ সূচনা হল। অনুষ্ঠানে ছিলেন স্বয়ং মেহতাব ও তাঁর একদা সতীর্থ রহিম নবি, দীপঙ্কর রায়, আলভিটো ডি’কুনহা, অমিত দাস ও ষষ্ঠী দুলেরা। বক্তব্য রাখেন লাল হলুদের নামী কর্তা দেবব্রত সরকার।

You might also like