Latest News

নীরবে ছড়াচ্ছে জিকা ভাইরাস! মহারাষ্ট্রের সাত বছরের শিশুর শরীরে মিলল নমুনা

দ্য ওয়াল ব্যুরো: দেশে নীরবে বাড়ছে জিকা ভাইরাসের (Zika Virus) প্রভাব। একদিকে করোনা, অন্যদিকে দোসর হয়েছে জিকা ভাইরাস। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন এই মশাবাহিত ভাইরাস নিয়ে। দেশে মিলল দ্বিতীয় জিকা ভাইরাস আক্রান্তের হদিশ। এবার মহারাষ্ট্রের এক সাত বছরের শিশুর শরীরে মিলল এই ভাইরাসের নমুনা।

এই ভাইরাসে আক্রান্তের সর্বশেষ খবর মিলেছে মহারাষ্ট্রে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের পালঘর জেলার এক সাত বছরের শিশু কন্যার শরীরে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। জানা গেছে, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জিকা ভাইরাসের (Zika Virus) লক্ষণ?

এই একটি মশাবাহিত রোগ। এই ভাইরাস সাধারণত অ্যাডিস মশা থেকে ছড়ায়। এই ভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর। জানা গেছে, ৮০ শতাংশের বেশি জিকা ভাইরাস আক্রান্ত মানুষের ক্ষেত্রে প্রথম উপসর্গই জ্বর। এছাড়াও শরীরে ব়্যাশ দেখতে পাওয়া যায়। কারোর কারোর আবার শ্বাসকষ্টও হয়।

গর্ভবতী মহিলার থেকে তাঁর গর্ভে থাকা সন্তান এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। সেক্ষেত্রে নবজাতক মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হতে পারে। এই রোগে মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক রকম ছোট আকারের হয়। চিকিৎসকরা বলছেন অসম্পূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে শিশু। যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।

গত বছরও বর্ষার সময় এই ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছিল। প্রধানত দক্ষিণের রাজ্যে ছড়িয়েছিল এই ভাইরাস। তবে চলতি বছরে ফের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে। একদিকে করোনা ফের নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে, সেই সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে এই ভাইরাস। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসা মহলের।

বাড়ছে করোনা, রাজ্যে একদিনে সংক্রমণ তিন হাজার ছুঁইছুঁই! মৃতের সংখ্যা ৪

You might also like