Latest News

খেলতে খেলতে বিদ্যুতের তারে পা, মৃত্যু ৪ বছরের শিশুর! শোকের ছায়া নদিয়ায়

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: খেলতে খেলতে আচমকাই খোলা বিদ্যুতের তারে পা দিয়ে ফেলে এক শিশু। ছিটকে পড়ে যায় সে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৪ বছরের শিশু কন্যাকে (Nadia Death)।

ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাখি সর্দার। স্থানীয় সূত্রে খবর, পরিবারের এক শ্রাদ্ধের অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে এসেছিল রাখি। সন্ধ্যায় বাড়ির বড়রা যখন কাজে ব্যস্ত তখন অন্য বাচ্চাদের সঙ্গে উঠোনে খেলছিল সে। সেই সময় অনুষ্ঠানের জন্য প্যান্ডেলে ইলেকট্রিকের কাজও হচ্ছিল। তেমনই এক খোলা তারে অসাবধানতাবশত পা দিয়ে ফেলে রাখি।

রাখির ওমন অবস্থা দেখে ছুটে আসেন সকলে। পরিবার সূত্রে খবর, প্রথমে গরম দুধ খাওয়ানো হয় রাখিকে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা রাখিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ছোট্ট শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাদের কথায়, ইলেকট্রিকের কাজ করার সময় কর্মীরা যদি একটু সতর্ক হতেন তো বিপদ এড়ানো যেত। ইলেকট্রিক কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছেন রাখির বাবা-মা।

আমতার মেলায় জয়রাইড বসাতে গিয়ে শক খেয়ে মৃত্যু যুবকের!

You might also like