
দ্য ওয়াল ব্যুরো: হিরে নয় সোনা নয়, চুরি গিয়েছে গোবর! তাও আবার ৮০০ কেজি। ছত্তীসগড়ের কোরবা জেলার একটি গ্রাম থেকে এমনই অভিযোগ পেয়েছে পুলিশ!
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে গোবর চুরির অভিযোগ নিয়ে থানায় এসে এফআইআর দায়ের করেন কামহান সিং কানোয়ার নামের এক গ্রামবাসী। গ্রামের গৌথান-সমিতির প্রধান তিনি। তিনি দাবি করেন, তাঁর ৮০০ কেজি গোবর চুরি হয়েছে, যার বাজারমূল্য ১৬০০ টাকা।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর লজ করে পুলিশ। তদন্তও চলছে পুরোদমে।
প্রসঙ্গত, সম্প্রতি ছত্তীসগড় সরকার গোবরের দর বেঁধে দিয়েছে, ২ টাকা প্রতি কেজি হিসেবে। রাজ্যের ‘গোধন ন্যায় যোজনা’র আওতায় এই দর ঠিক হয়েছে। এই প্রকল্পে গ্রামে গ্রামে গৌথান সমিতি তৈরি করে, গোবর থেকে বিপুল পরিমাণে জৈবসার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই লকডাউনে যাঁরা গরু-মোষ নিয়ে বের হতে পারছেন না, তাঁরাই এই সমিতি গড়ে ঘরে থাকা গবাদি পশুর বর্জ্য কাজে লাগাচ্ছেন এভাবে। সেরকমই একটি সমিতিতে জড়ো করা ছিল ৮০০ কেজি গোবর, যা চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায়।