Latest News

খেলতে খেলতে ৪০০ ফুট গভীর কুয়োর পড়ে গেল ৮ বছরের শিশু, আটকে প্রায় ২৪ ঘণ্টা

দ্য ওয়াল ব্যুরো: মাঠে খেলছিল ৮ বছর বয়সি শিশুটি। সে লক্ষ্য করেনি, ওই মাঠেই মুখ খোলা অবস্থায় ছিল একটি ৪০০ ফুট গভীর কুয়ো। খেলার সময় আচমকাই সেই কুয়োয় পড়ে গেল ৮ বছর বয়সি শিশুটি (stuck inside 400-foot borewell)। বুধবার দুপুর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি বলেই জানা যাচ্ছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যপ্রদেশের বেতুল জেলার (Betul) মাণ্ডবী গ্রামে। শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ শিশুটি বাড়ির কাছেই একটি মাঠে খেলা করছিল। কিছুদিন আগেই ওই মাঠটিতে একটি কুয়ো খোঁড়া হয়েছিল, যার গভীরতা ৪০০ ফুট। সেটিকে লক্ষ্য না করায় খেলতে খেলতে হঠাৎই ওই কুয়োয় পড়ে যায় শিশুটি।

সঙ্গে সঙ্গেই থানায় খবর দেন শিশুটির পরিবারের লোকজন। উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। খতিয়ে দেখে জানা যায়, কুয়োর ভিতরে ৬০ ফুট গভীরতায় আটকে রয়েছে শিশুটি। তাকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই কুয়োর চারপাশের মাটি খোঁড়া শুরু হয়েছে। শিশুটিকে সুস্থ রাখার জন্য ভিতরে অক্সিজেন পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি বলেই সূত্রের খবর।

সনিয়াকে দুর্গামূর্তি উপহার দিলেন অধীর, ফের দুর্গতিনাশিনী হয়ে উঠতে পারবেন কি তিনি!

You might also like