Latest News

উত্তরপ্রদেশে ডবল ডেকার বাসের ভয়াবহ সংঘর্ষ! মৃত ৮ জন, আহত অনেক

দ্য ওয়াল ব্যুরো: ডবল ডেকার বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু, সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা (Accident) উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। আরও ২০ জন আহত হয়েছেন বলে খবর।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাঁদের লখনউয়ে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটি লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসই বিহার থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল। তাদের মধ্যে রেষারেষি চলছিল বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় লোনি কাতরা থানার পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগান। সাত সকালে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: খড়দহে পার্থর কুশপুতুল পোড়াচ্ছিল সিপিএম, গ্রেফতার ৫ জন

You might also like