
দ্য ওয়াল ব্যুরো: ৭৮ বছর বয়সে এসে নতুন সঙ্গিনীর খোঁজ করছিলেন বৃদ্ধ (Old Man)। নিঃসঙ্গ জীবনে আবার নতুন কাউকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন। সেইজন্য ঢুঁ মেরেছিলেন অনলাইন ডেটিং সাইটেও (Dating Site)। কিন্তু সেখানে যে এমন ফাঁদ (Cheated) পাতা ছিল, তা কল্পনাও করতে পারেননি বৃদ্ধ। একলা জীবনে সেই সঙ্গিনীর খোঁজ করতে গিয়ে শেষে খুইয়ে ফেললেন এক কোটি টাকারও বেশি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে।
অভিযোগ, টাকা দিয়ে ডেটিং সাইটে নাম লেখানোর পরেও সঙ্গিনী তো আসেইনি, উল্টে সেই টাকাটাও মার গিয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন ৭৮ বছরের ওই বৃদ্ধ। জানা গেছে, ওই ব্যক্তি অবসর নেওয়ার আগে একটি প্রাইভেট কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসাবে কাজ করতেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুনের সাইবার থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগেই ওই ব্যক্তির স্ত্রী মারা গেছেন। এরপর থেকে বড়ই একা হয়ে পড়েছিলেন তিনি। শেষে একদিন ওই বৃদ্ধ একটি ‘ডেটিং সাইট’-এ সঙ্গিনীর খোঁজ শুরু করেন। এই ঘটনার দিনকয়েক পরে ২০২২ সালের মে মাসে রজত সিংহ এবং নেহা শর্মা নামে দু’জন তাঁকে ফোন করে। তাঁরা সেই ডেটিং সাইটের কর্মী বলে নিজেদের পরিচয় দেয়। বৃদ্ধকে বলা হয়, ওঁর সঙ্গে হোয়াটসঅ্যাপেই নতুন বান্ধবীর পরিচয় হয়ে যাবে। কিন্তু তার জন্য লাগবে বিশাল অঙ্কের ‘রেজিস্ট্রেশন চার্জ’।
বান্ধবী পেতে তখন বৃদ্ধ এতই মরিয়া যে, বিষয়টি খতিয়েও দেখেননি। সঙ্গে সঙ্গে তিনি টাকা পাঠিয়ে দেন। তাঁকে যদিও বলা হয়েছিল পরিষেবা পাওয়ার পর ওই টাকা আবার ফেরত পেয়ে যাবেন তিনি। কিন্তু টাকা দেওয়ার পর তিনি না পেয়েছেন বান্ধবী, আর না পেয়েছেন টাকা। এরপরই থানায় গিয়ে বৃদ্ধ জানান, তিনি অনলাইনে মোট ১ কোটি ২ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা পাঠিয়েছিলেন। আপাতত বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগের কর্তারা।
ছিনতাইবাজদের হাত থেকে বাঁচার চেষ্টা, অমৃতসরে ঘুরতে গিয়ে মৃত্যু ভিনরাজ্যের আইনের ছাত্রীর