
দ্য ওয়াল ব্যুরো: ছেলের মৃত্যুর পর পুত্রবধূর আবার বিয়ে দিয়েছিলেন শ্বশুর। কিন্তু স্বী সংসার টেকেনি। কদিন কাটতে না কাটতেই পুরনো শ্বশুরবাড়িতে ফিরে এসেছিল বৌমা। এরপর আর ঝামেলা না বাড়িয়ে ২৮বছরের পুত্রবধূকে নিজেই গোপনে বিয়ে করে নিলেন ৭০ বছর বয়সি শ্বশুর (man marries 28-year-old daughter-in-law)।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ছাপিয়া উমারো গ্রামে। ৭০ বছর বয়সি কৈলাস যাদব বরহালগঞ্জ থানায় চৌকিদার হিসেবে কাজ করেন। ১২ বছর আগে প্রয়াত হন তাঁর স্ত্রী। তাঁর তৃতীয় পুত্রের মৃত্যু হয় এর কিছুদিন পরেই। অল্পবয়সি বৌমা কি সারা জীবন একাই কাটাবে? সে কথা ভেবেই পুত্রবধূ পূজাকে রাজি করিয়ে দ্বিতীয়বার তাঁর বিয়ে দিয়েছিলেন কৈলাস।
কিন্তু দুর্ভাগ্যবশত, পূজার দ্বিতীয় বিয়েও টেকেনি। কয়েকদিন কাটতে না কাটতেই নিজের প্রথম শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি। জানা গেছে, এরপর পাড়া-প্রতিবেশীদের কাউকে কিছু না জানিয়ে গোপনে পূজাকে বিয়ে করে নেন কৈলাস। সম্প্রতি দুজনের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই পুরো ঘটনা সামনে আসে।
বরহালগঞ্জ থানার আধিকারিক জে এম শুক্লা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনিও ছবিটি দেখেছেন। ঘটনার বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
বর্তমান স্বামী তাঁর থেকে ৪২ বছরের বড়। তাতে অবশ্য কিছু যায় না আসে না পূজার। সূত্রের খবর, পারস্পরিক সম্মতিতেই চার হাত এক হয়েছে। তাই কারও তরফেই এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।
প্রিয় ‘চাল’ খেতে রুটিন-হানাদারি রেশন দোকানে, না পেয়ে দোকানটাই ভেঙে দিল দাঁতাল