Latest News

বাংলায় নতুন ৭ জেলা হচ্ছে, এক নজরে দেখে নিন কোন কোন জেলা ভাগ হল

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনিক সুবিধার জন্য এর আগেও জেলা (District) ভাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই লক্ষ্যে আরও সাত কদম এগোলেন তিনি।

তা হল— রানাঘাট, বসিরহাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, সুন্দরবন, ইছামতী ও বিষ্ণুপুর। অর্থাৎ ভাগ হল নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

এর আগের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সুন্দরবন ও সন্দেশখালিকে পৃথক করার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সুন্দরবনের মানুষকে যদি আলিপুরে গিয়ে কাজ করতে হয় আর সন্দেশখালির প্রত্যন্ত অঞ্চল থেকে যদি মানুষকে বারাসত যেতে হয় তাহলে যাতায়াতেই তো তাঁদের দু’দিন চলে যাবে। কাজ করবে কখন?

বুধবার মন্ত্রিসভায় রদবদল, চার-পাঁচ জনকে দলের কাজে লাগাব: মমতা

সুন্দরবনের ক্ষেত্রে নাম সুন্দরবন হলেও উত্তর ২৪ পরগনা ভেঙে যে নতুন জেলা তৈরি হচ্ছে তার নাম রাখা হয়েছে ইছামতী।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলাকে ভাগ করেছিলেন। যেমন বর্ধমান ভেঙে তৈরি হয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান। দার্জিলিং ভেঙে তৈরি হয়েছিল কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার। তবে একলপ্তে সাত জেলা বাড়িয়ে দেওয়া নজিরবিহীন বলেই মত অনেকের।

You might also like