Latest News

বাচ্চারা ভ্যাকসিন নিক, চাইছেন ৬৩ শতাংশ বাবা-মা

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে চলছে কোভিডের (Covid 19) বিরুদ্ধে টিকাকরণ (vaccination)। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা গ্রাস করেছে সকলকে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ভাইরাস যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে ভ্যাকসিনই একমাত্র ভরসা এখন। তবে এখনও ভারতে ১৮ বছরের নীচে বাচ্চাদের (Children) টিকাকরণ চালু হয়নি।

রবিবার কলকাতায় তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি

সমীক্ষা বলছে, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হোক, এমনটা চাইছেন দেশের অন্তত ৬৩ শতাংশ বাবা-মা। কোভিশিল্ড বা কোভ্যাকসিন নয়, শিশুদের জন্য ভারতে ছাড়পত্র পেয়েছে জাইদাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকভ ডি। সূঁচ না ফুটিয়েই এই ভ্যাকসিন দেওয়া যাবে। তবে ছাড়পত্র পেলেও এখনও ভারতে জাইদাসের ভ্যাকসিন দেওয়া চালু হয়নি।

শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হলে ৬৩ শতাংশ বাবা-মা তাদের টিকাকরণে আগ্রহী, জানা গেছে সমীক্ষার রিপোর্টে। ের মধ্যে আবার বেশিরভাগই চাইছেন বাচ্চারা ইঞ্জেকশন ছাড়া ভ্যাকসিন পাক। এই মুহূর্তে দেশে প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। অনেকেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। ভারত সরকারের প্রাথমিক লক্ষ্য, দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে চলতি বছরের শেষের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন করা। শিশুদের টিকাকরণও শিগগিরই চালু হয়ে যাবে বলে খবর।

বাবা-মায়েরা নিজেরা ভ্যাকসিন নেওয়ার পর সন্তানের ভ্যাকসিনেওযে আগ্রহী হচ্ছেন তাতে দেশের টিকাকরণের গতি অনেক বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like