
ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, পয়লা জানুয়ারি ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ জন শিশুর জন্ম হয়েছে বিশ্বজুড়ে। যার মধ্যে ৫১ শতাংশ বিশ্বের দশটি দেশের। শিশু জন্মের নিরিখে ভারতের পরেই রয়েছে চিন (৩৫,৬১৫), এরপরে নাইজেরিয়া (২১,৮৩৯), পাকিস্তান (১৪,১৬০), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬) ইত্যাদি।
কমপ্রিহেনসিভ ন্যাশনাল নিউট্রিশনাল সার্ভের (CNNS) সমীক্ষা বলছিল, ভারতে দু’বছর বয়সের কম ৬.৪ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে, পাঁচ বছরের নীচে ৩৫ শতাংশ শিশুর বয়সের তুলনায় প্রয়োজনীয় বৃদ্ধি হয়নি, ১৭ শতাংশ শিশু দিনে একবার আধপেটা খেয়ে থাকে। শিশু মৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপও নিচ্ছে ইউনিসেফ। সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর হেনেরিটা ফোরে বলেছেন, নতুন জন্ম আরও এক নতুন পথ চলার সূচনা করল। অতিমহামারীর বাধা কাটিয়ে নবজাতকদের সুন্দর ভবিষ্যত গড়ে দেওয়ার চেষ্টা শুরু হবে এখন থেকেই।