
রক্তদানের আর্জি সকলের কানে না পৌঁছলেও মন দিয়ে শুনেছে ছ-বছরের যুগা। তার শিশুমনকে নাড়া দিয়েছে রক্তের হাহাকার। নিজের জন্মদিনটা তাই সে এবার পালন করতে চেয়েছে এক্কেবারে অন্যভাবে। না, বয়সের কারণে সে নিজে অবশ্য রক্ত দিতে পারেনি। কিন্তু রীতিমতো বায়না করে সে রাজি করিয়েছে বাড়ির বাকি সকলকে। ছোট্ট যুগার অনুরোধ ফেলতে পারেননি তাঁর বাড়ির লোকেরা। আর তাই যুগা আমল ঠাকরের ৬ বছরের জন্মদিনে আয়োজিত হয়েছে রক্তদান শিবির।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ওয়াদা তালুক্যের গান্দ্রে গ্রামে। গত শনিবারই ৬ বছরে পা দিয়েছে যুগা। টিভিতে বিজ্ঞাপন দেখে রক্তদানের প্রয়োজনীয়তা বুঝেছে সে। দেশ জুড়ে করোনা আবহে রক্তের অভাব যাতে দেখা না দেয়, তার উদ্যোগ নিয়েছে ৬ বছরের এই শিশু। বাড়ির বাকিদের কাছে গিয়ে যুগা জানিয়েছে এবারের জন্মদিনে তার কোনও উপহারের দরকার নেই। দরকার নেই কোনও উৎসবেরও। বিশেষ এই দিনটাকে সে স্মরণীয় করে রাখতে চায় রক্তদানের মাধ্যমে।
খুদের আবদারে সাড়া দিয়ে শুধু তার পরিবারের লোকজনই নয়, রক্ত দিতে এগিয়ে এসেছেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেকেই। জানা গেছে, গান্দ্রে গ্রাম থেকে শনিবার পালঘরের কল্যাণী হাসপাতালে গিয়ে রক্ত দিয়েছেন মোট ৩৬ জন।
এ প্রসঙ্গে কল্যাণী হাসপাতালের চিকিৎসক বৈভব ঠাকরে বলেছেন, “বাচ্চাটি খুবই সুন্দর ভাবে ভেবেছে। এটা অসাধারণ একটা পদক্ষেপ। এই বয়সে ও যে এভাবে ভাবতে পেরেছে, তাতে আমরা সবাই গর্বিত।” যে পরিমাণ রক্ত যুগার পরিবারের কাছ থেকে পাওয়া গেছে, তার সবটা থানের ওয়ামানরাও ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।