
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রতিমা বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল জামুরিয়ায় (Jamuria)। শুক্রবার রাতে বিসর্জন (Durga immersion) চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। সেখান থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত (injured) হন।
দশমীর দিন জামুরিয়ার বেশীরভাগ প্রতিমা বিসর্জন হলেও জামুরিয়া বাজারের প্রতিমা নিরঞ্জন হয়নি। শুক্রবার সেই বাজার কমিটির প্রতিমা নিরঞ্জন ছিল। একইদিনে মহাবীর আখড়ার লাঠিখেলা প্রতিযোগিতা ছিল। হঠাৎই পুজো কমিটির সঙ্গে আখড়ার সদস্যদের ঝামেলা বেঁধে যায়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির রূপ নেয়। জামুরিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত বাজারে এই সংঘর্ষ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এই ঝামেলা জামুরিয়া বাস স্ট্যান্ড হয়ে থানা মোড় পর্যন্ত পৌঁছে যায়। অবৈধ মদ বিক্রির ঝুপড়িতেও ঝামেলা এড়িয়ে পড়ে। এইসময় একজন গুরুতরভাবে আহত হন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পুলিশ অবৈধ মদ বিক্রির ঠেক ভাঙতে গেলে সেই দোকানের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করে।
এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যাচ্ছে দেখে জামুড়িয়া থানার ওসি রাহুল দেব মণ্ডল বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। ব়্যাপিড অ্যাকশন ফোর্সকেও নামানো হয়।
এরপরই অবৈধ মদের ঠেক ভেঙে দেওয়ার পাশাপাশি সংঘর্ষে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এই সংঘর্ষের ফলে আখড়া ও পুজো কমিটি মিলিয়ে ৫-৬ জন আহত হয়। এই ঘটনার জেরে জামুরিয়া বাজার এলাকায় শুক্রবার গভীর রাত পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিল, বুকে জড়িয়ে থানায় নিয়ে এলেন মহিলা, সিউড়িতে নিখোঁজ শিশু উদ্ধার