Latest News

পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু সহ মৃত ৬

দ্য ওয়াল ব্যুরো : অসমের নওগাঁ জেলার রূপসিহাট অঞ্চলে খাটোয়াল এলাকায় একটি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল পুকুরে। কয়েকদিন আগে স্থানীয় মানুষ বিদ্যুৎ দফতরে খবর দিলে ওই তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পুকুরটিতে প্রচুর মাছ আছে। স্থানীয় মানুষ নিয়মিত মাছ ধরার জন্য পুকুরে জাল নিয়ে নামে। শুক্রবার দুপুরে দুই শিশু সহ ছজন পুকুরে নেমেছিল। আচমকা ছেঁড়া তারে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মারা যায় ছজন।

এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা হানা দেয় বিদ্যুৎ অফিসে। ব্যাপক ভাঙচুর করে। অসম সরকার জানিয়েছে, ছজনের মৃত্যু নিয়ে তদন্ত হবে। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

You might also like