Latest News

Fire: অন্ধ্র প্রদেশের ফার্মা কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ৬, আহত বারো

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) এক ফার্মাসিউটিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। বারোজন আহত হয়েছে। জানা যাচ্ছে, গ্যাস লিকের থেকেই এই বিপত্তি। ঘটনাটি ঘটেছে ইলুরু জেলায়।

দমকল ও পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান করা হচ্ছে, গ্যাস লিকের ফলে কারখানার চুল্লিতে বিস্ফোরণ ঘটে। সেই। জানা গেছে, বিস্ফোরণের সময় ওই কোম্পানির ৪ নম্বর ইউনিটে ১৮ জন কর্মী কাজ করছিলেন। সেই আঠারো জনের মধ্যে ছয়জন মারা গেছেন। বাকিদের গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তারপর শুরু হয় উদ্ধার কাজ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি মৃতের পরিবারদের ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পাশাপাশি, যাঁরা গুরুতর আহত তাঁদের পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও বলেছেন, বাকিদের দু’লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও ঘটনার ওপর নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্কের বন্দুকবাজদের হামলায় কি জঙ্গি যোগ? গ্রেফতার ১

You might also like