
দ্য ওয়াল ব্যুরো: ধানবাদের হাজরা ক্লিনিকে (Dhanbad hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক দম্পতি (doctor couple)-সহ ৬ জনের মৃত্যু (death) হয়েছে। ডাক্তার বিকাশ হাজরা, তাঁর স্ত্রী ডাক্তার প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা সামুই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন। জানা গিয়েছে, মৃত চিকিৎসক বিকাশ হাজরার আদি বাড়ি গোঘাটের (Goghat) নকুন্ডা গ্রামে। মৃত পরিচারিকা তারা সামুইও এই গ্রামের বাসিন্দা। নকুন্ডা গ্রাম থেকে চিকিৎসকের বাড়িতে যাওয়া দু’জনের খোঁজ মিলছে না। এমনিতেই গ্রামে শোকের ছায়া। তার উপর দুই ব্যক্তির খোঁজ না মেলায় তাঁদের পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
ধানবাদের নামকরা নার্সিংহোম হাজরা ক্লিনিকের মালিকের বাড়িতে ধুমধাম করে সরস্বতী পুজো হয়। সেই পুজোতেই গিয়েছিলেন নকুন্ডা গ্রামের বাবলু সামুই, সুনীল মণ্ডল এবং শম্ভু সিং। একদিন আগে ধানবাদ থেকে গ্রামে ফিরেছিলেন বাবলু সামুই। কিন্তু শম্ভু ও সুনীল রয়ে গিয়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর শম্ভু ও সুনীলের কোনও খোঁজ পাওয়া যায়নি। ফোনেও যোগাযোগ করা যায়নি। ঘটনায় উদ্বেগ বেড়েছে দুই পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে একটি বিকট আওয়াজ পান আশপাশের লোকজন। তারপর দেখা যায় দাউদাউ করে জ্বলছে হাসপাতালের দোতলার একটি জায়গা। ক্রমশ সেই আগুন ছড়াতে শুরু করে। দমকলের ছ’টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাদেরও বেগ পেতে হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধানবাদ পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা।
হাসপাতালে ঝলসে মৃত্যু চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের, ভয়াবহ আগুন ধানবাদের ক্লিনিকে