
দ্য ওয়াল ব্যুরো: ১৪ ও ১৫ বছরের দুই কিশোর চুরি করে নিল আস্ত বিমান! না, কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমনটা।
তদন্তকারীরা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন, এই সপ্তাহেই ওই দুই টিনএজার নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে পূর্ব উটায় চলে আসে। উটার জেনসেন অঞ্চলে এসে বন্ধুদের সঙ্গে থাকতে আরম্ভ করে তারা, একটি বিবৃতি দিয়ে এই কথা জানায় পুলিশ। থ্যাঙ্কসগিভিং-এর দিন সকালে একটি ট্রাক্টর চালিয়ে একটি প্রাইভেট এয়ারস্ট্রিপে যায় দুই বন্ধু।
তার পরেই চুরি করে নেয় এক ইঞ্জিনের বিমানটি। চুরি করার খানিক ক্ষণের মধ্যেই বিমান নিয়ে উড়তে আরম্ভ করে দু’জনে। উড়তে উড়তে পৌঁছে যায় ভার্নালে। সেখানকার একটি ছোট বিমানবন্দরেই বিমানটি নিয়ে নেমে আসে তারা, জানিয়েছে।।
এর পরেই দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।