Latest News

পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ, অভিযুক্তদের বয়স ৭ ও ১১

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের (5 Year Old) একটি মেয়েকে গণধর্ষণের (Gang Rape) ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। সোমবার সন্ধ্যায় শাহজাহানপুর জেলায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। যে দু’জন এই পৈশাচিক ঘটনাটি ঘটিয়েছে তারাও নাবালক বলে খবর।

শাহজাহানপুরের (গ্রামীণ) পুলিশ সুপার সঞ্জীব বাজপেয়ী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বান্দা থানার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বাড়ির সামনে একাই ঘুরছিল মেয়েটি। সেই সময়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফিরে কান্নাকাটি করলে পরিজনরা জানতে চান কী হয়েছে। তখনই সে বিষয়টি তার মতো করে বুঝিয়ে বলে।

এরপর মেয়েটির মা গিয়ে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, যে দুজন অভিযুক্ত তাদের এক জনের বয়স সাত বছর ও অন্যজনের ১১ বছর।

মেয়েটিকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা প্রমাণ সাপেক্ষ। তবে শিশুদের মধ্যে এই প্রবণতা তৈরি হচ্ছে কী করে এ নিয়ে নানা মহলেই উদ্বেগ তৈরি হয়েছে।

You might also like