
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি হয়ে যাওয়া পাঁচটি রাজ্যের (State) ভোটে (Poll) কে কত খরচ করেছে তার হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে রাজনৈতিক দলগুলি। তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর—এই পাঁচ রাজ্যের ভোটে বিজেপি (BJP) খরচ করেছে ৩৪০ কোটি টাকা।
উল্টোদিকে এই পাঁচ রাজ্যে কংগ্রেসের (Congress) খরচ গিয়ে দাঁড়িয়েছে ১৯৪ কোটি টাকায়। এমনিতে এখন দেশের ধনীতম দল বিজেপি। পাঁচতারা পার্টি অফিস থেকে প্রচার পরিকাঠামো, আইটি সেলে বিপুল টাকা খরচ করে বিজেপি। তাতে অন্যদল কার্যত ধারেপাশে ঘেঁষতে পারে না। পাঁচ রাজ্যের ভোটের খরচের অঙ্কেও মোদী-শাহদের থেকে অনেকটা পিছিয়ে রাহুল গান্ধীর দল।
তথ্য বলছে, ২০১৭ সালের ভোটে বিজেপি এই পাঁচ রাজ্যে খরচ করেছিল ২১৮.২৬ কোটি টাকা। অর্থাৎ এবার ৫৮ শতাংশ খরচ বেড়েছে গেরুয়া শিবিরের। পাঁচ বছর আগে এই পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস খরচ করেছিল ১০৮.১৪ কোটি টাকা। এবার সেটা বেড়েছে প্রায় ৮০ শতাংশ।
বিজেপি যে ৩৪০ কোটি টাকা খরচ করেছে তাতে শুধু উত্তরপ্রদেশেই ঢেলেছে ২২১.৩২ কোটি টাকা। ছোট রাজ্য মণিপুর, সেখানে তাদের খরচ হয়েছে ২৩ কোটি টাকা। অর্থাৎ যোগী রাজ্যেই সিংহভাগ খরচ হয়েছে গেরুয়া শিবিরের। অনেকের মতে, সেখানে লোকসভার আসন ৮০টি। ফলে চব্বিশের লোকসভার আগে তাই জায়গা বুঝেই বিনিয়োগ করেছে গেরুয়া শিবির।
দু’দলেরই এই খরচ হয়েছে নেতাদের গাড়ি ভাড়া, মিটিং, মিছিল ও প্রচার সামগ্রী তৈরিতে। তবে একটা ব্যাপারে বিজেপির চেয়ে কংগ্রেসের খরচ বেশি। তা হল ভার্চুয়াল সভায়। এই ক্ষেত্রে বিজেপির খরচ হয়েছে পাঁচ রাজ্যে ১২ কোটি টাকা। আর কংগ্রেসের সেখানে লেগেছে ১৫ কোটি টাকা।
এবার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তদন্তের নির্দেশ উপ রাজ্যপালের, নিশানা সেই কেজরিওয়ালের মণীশ