Latest News

৫ বছরের মেয়েকে ধর্ষণের শাস্তি ৫ বার উঠ-বোস! বিহারের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তি উঠ-বোস (5 Sit-Ups) করছে, ভিড়ের সামনে দাঁড়িয়ে। এক, দুই, তিন, চার, পাঁচ… গুনছেন সকলে। পাঁচটা হয়ে যেতেই থামল সে। ‘শাস্তি’ পাওয়া হয়ে গেল তার। কীসের শাস্তি? পাঁচ বছরের এক বাচ্চা মেয়েকে ধর্ষণ করার (Punishment For Raping Girl)। বিহারের নওয়াদা জেলার এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত লোকটির একটি মুরগির খামার রয়েছে। চকলেটের লোভ দেখিয়ে সেখানে একটি বাচ্চাকে নিয়ে গিয়ে সে ধর্ষণ করেছে, এমনই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। হাতেনাতে ধরাও পড়ে যায় সে। এর পরেই খাপ পঞ্চায়েত বসানো হয় তাকে নিয়ে।

স্থানীয় সূত্রের খবর, সে সময়েই গ্রামের মুরুব্বিরা মিলে সব শুনে নিদান দেয়, একটা ফাঁকা জায়গায় বাচ্চাটিকে নিয়ে গেলেও, সে ধর্ষণ করেছে কিনা তা প্রমাণিত নয়। তাই সে ধর্ষণের শাস্তি পাবে না, কেবল বাচ্চাটিকে নিয়ে যাওয়ার শাস্তি পাবে। তাই তাকে পাঁচবার উঠ-বোস করতে হবে কেবল!

দেখুন সেই ভিডিও।

এই উঠ-বোসের ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে নিন্দায় ফেটে পড়েন সকলে। অনেকেই মন্তব্য করেন, দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে এভাবেই সবকিছু দমন করে পুরুষতন্ত্র। অনেকেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবরে দৃষ্টি আকর্ষণ করেন বিচার চেয়ে।

নওয়াদা জেলার পুলিশ সুপার গৌরব মঙ্গলা জানিয়েছেন, এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গ্রামের যে সব ব্যক্তি ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

ম্যাসেজ তো কিছুই না, প্রভাবশালী বন্দিরা যৌনতার সুযোগও পায় তিহার জেলে! মুখ খুললেন প্রাক্তন কারাকর্তা

You might also like