Latest News

ফের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গড়িয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত্যু অন্তত ৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Accident)। বৃহস্পতিবার রাজৌরি এলাকায় খাদে পড়ে গেল এক চলন্ত বাস। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু (Death) ঘটেছে। আহত ২৫ জনের বেশি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন ওই বাসটি পুঞ্চ এলাকা থেকে জম্মুর উদ্দেশ্যে যাচ্ছিল। রাজৌরির কাছে ভিমবের এলাকায় খাদের মধ্যে পড়ে যায় বাসটি। খবর, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি খাদে (Bus Accident) পড়ে যায়।

জানা গেছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয়রাও এই উদ্ধারকার্যে নামেন। পরে পুলিশ ও সেনা আসে।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উল্লেখ্য, বুধবার পুঞ্চ এলাকাতে একটি বাস দুর্ঘটনা ঘটে। গতকালের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হন বেশ কয়েকজন। সেই রেশ কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনার ঘটনা সামনে এল।

অভিযুক্তরা দুই কিশোরীর পূর্ব পরিচিত, দাবি যোগীর পুলিশের, পরিবার বলছে প্রমাণ কই

You might also like