Latest News

ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে! ভেঙে পড়েছে অজস্র বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ১৫ জনের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভোরে ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে (Earthquake In Turkey)! মার্কিন জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার সেই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

সোমবার ভোর ৪.১৭ নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ানটেপ (Gaziantep) এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। সূত্রের খবর, প্রথম কম্পনটির ১৫ মিনিট পরেই আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৭।

গাজিয়ানটেপ মূলত একটি শিল্পাঞ্চল। এলাকাটি সিরিয়ার সীমান্তে অবস্থিত। সোমবারের ভূমিকম্পে গাজিয়ানটেপ ছাড়াও কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বেশ কিছু অঞ্চল। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও অসংখ্য বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে অজস্র বাড়িঘর ভেঙে পড়ার এবং ফাটল ধরার ছবি দেখা যাচ্ছে। জানা গেছে, এলাকাটিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা গেছে সোশ্যাল মিডিয়া সূত্রে।

এবার তুষারধস হিমাচলে! বরফে তলিয়ে মৃত্যু ২ জনের, নিখোঁজ আরও এক বিদেশি

You might also like