
দ্য ওয়াল ব্যুরো: ‘বড়া আদমি বননা হ্যায়’, হাওড়া স্টেশনে পুলিশের প্রশ্নের মুখে এই ক’টা শব্দই উচ্চারণ করেছিল ওরা। জীবনে বড় হতে, সফল হতে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে সব ছেড়ে সুদূর নেপাল (Nepal) থেকে চলে এসেছিল এক্কেবারে হাওড়া (Howrah)। কলকাতাকে (Kolkata) পাখির চোখ করে ট্রেনে চেপেছিল। পুলিশ অবশ্য ধরে ফেলল স্বপ্নপূরণের আগেই।
কথা হচ্ছে পাঁচ কিশোরকে নিয়ে। নেপালের দরিদ্র পরিবারে তাদের জন্ম, প্রত্যেকেই নাবালক। নেপালের স্কুলে ক্লাস এইটে পড়ে তারা। জীবনে সফল হতে, ঝাঁ চকচকে কেরিয়ার গড়তে তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কলকাতার ট্রেনে চেপে বসে। নতুন দেশে এসে নতুন করে ভাগ্যের সন্ধান করতে চেয়েছিল পাঁচ বন্ধু। সোমবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি তাদের আটকায়।
রবিবার রাতেই হাওড়ার জিআরপি কন্ট্রোলরুমে খবর এসেছিল, নেপালের ঝাপা থেকে পাঁচটি বাচ্চা ছেলে হাওড়ার ট্রেনে উঠেছে। সেইমতো হাওড়ায় তল্লাশি শুরু হয়। সোমবার ভোর ৬টা নাগাদ হাওড়া স্টেশনে আট নম্বর প্লাটফর্মে ডাউন কামরূপ এক্সপ্রেস এলে পাঁচজনকে দেখতে পায় রেল পুলিশ।
তারপর তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করলে বাচ্চারা জানায় জীবনে অনেক বড় হতে চায় তারা, সেই আশাতেই বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছে।
হাওড়া জিআরপি ওসি সিদ্ধার্থ রায় জানান, সবার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে সবাইকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে বাচ্চাগুলির পালিয়ে আসার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তাও খতিয়ে দেখবে পুলিশ।
আরও পড়ুন: বিষ্ণুপুরে ৬০ ফুট গভীর কুয়োয় প্রৌঢ়! কপালজোরে প্রাণে বাঁচলেন, উদ্ধার করল দমকল