Latest News

তেলেঙ্গানায় ভোটের আগে গাড়ির মধ্যে টাকা পাচার

দ্য ওয়াল ব্যুরো : তেলেঙ্গানায় ভোট ৭ নভেম্বর। তার তিনদিন আগে পেম্বারথি চেকপোস্ট থেকে পুলিশ আটক করল ৫ কোটি ৮০ লক্ষ টাকা। ধরা পড়ল তিনজন। তাদের নাম কে কুমার জৈন, রাম এবং প্রশান্ত। এই নিয়ে ভোটের আগে রাজ্যে ১১৮ কোটি টাকা কালো টাকা ধরা পড়ল।

পুলিশ কমিশনার ভি রবীন্দ্র জানান, মঙ্গলবার চেকপোস্টে একটি সুইফট ডিজায়ার গাড়ি দেখে সন্দেহ হয় রক্ষীদের। তল্লাশি করে দেখা যায়, তার সিটের নীচে আছে টাকা। অভিযোগ, তিন প্রার্থী নামা নাগেশ্বর রাও, বদিরাজু রবিচন্দ্র ও কোন্ডা মুরলিকে দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। টাকা পাঠিয়েছিলেন কীর্তি কুমার নামে এক ব্যক্তি। গাড়িটি এদিন সকালে রওনা হয়েছিল হায়দরাবাদের গোসামাল থেকে। পুলিশ কীর্তি কুমারের সম্পর্কে খোঁজ নিচ্ছে।

তেলেঙ্গানায় ভোটে তিনটি প্রধান প্রতিপক্ষ হল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, বিজেপি ও তেলুগু দেশম। ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে বিলি করা অথবা সরকারি কর্তাদের ঘুষ দেওয়ার জন্য কালো টাকার আমদানি হয়। হায়দরাবাদে গত ৭ নভেম্বর অভিযান চালিয়ে পুলিশ ৭ কোটি ৫১ লক্ষ টাকা উদ্ধার করে। চার হাওলা অপারেটর গ্রেফতার হয়। এছাড়া একটি অটো রিকশ থেকেও পুলিশ ৫০ লক্ষ টাকা উদ্ধার করে। অটো রিকশটি যাচ্ছিল নান্নেল্লা থেকে মনচিড়িয়ালের দিকে।

You might also like