Latest News

ক্লাস এইটের ছাত্রীকে প্রেম নিবেদন মাস্টারের! লিখলেন, ‘চিঠি পড়ে ছিঁড়ে ফেলো’

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক-ছাত্রীর প্রেম-ভালবাসার উদাহরণ চোখের সামনে অজস্র। কোচিংয়ে পড়তে গিয়ে প্রেম, সেখান থেকে বিয়ে- এমন ঘটনাও আকছার শোনা যায়। তবে ১৩ বছরের কিশোরী ছাত্রীকে (student) প্রেম নিবেদন করছেন ৪৭ বছরের মধ্যবয়স্ক শিক্ষক (teacher), এ কথা শুনতে অবাকই লাগে বৈকি! সেই ঘটনাই দেখা গিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজের একটি সরকারি স্কুলে।

জানা গেছে, ওই শিক্ষক তাঁর স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চিঠি (love letter) লিখে প্রেম নিবেদন করেছেন। এমনকী চিঠিটা পড়ার পরে ছিঁড়ে ফেলার কথাও লেখা রয়েছে সেই প্রেমপত্রে। মাস্টারমশাইয়ের থেকে এমন চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যায় বাচ্চা মেয়েটি।

বাড়ি ফিরেই বাবা-মাকে গোটা ঘটনা খুলে জানায় সে। পরে অভিভাবকরা স্থানীয় থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে থানা।

জানা গেছে, ওই কিশোরী বাড়ি গিয়ে সব কথা জানানোর পর তার বাবা-মা প্রথমে ওই শিক্ষকের কাছে যান। এই আচরণের জন্য ক্ষমা চাওয়ার কথা বলেন। কিন্তু ওই শিক্ষক ক্ষমা তো চানইনি, উল্টে অভিভাবকদের শাসানি দেন। এমনকী কিশোরীকে অপহরণ করার ভয়ও দেখান।

পরে পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনা খুলে জানান ওই অভিভাবক। চিঠিতে ঠিক কী কী লেখা রয়েছে, সবই প্রকাশ্যে নিয়ে আসেন তাঁরা। জানা গেছে ওই চিঠিতে লেখা, “আমি তোমায় খুবই ভালবাসি। যখন স্কুল ছুটি থাকে তখন তোমায় মিস করি। যদি সুযোগ পাও, আমায় ফোন কোরো। চিঠিটা পড়ার পর ছিঁড়ে ফেলো।”

পুলিশে অভিযোগ জানানোর পরেই এই ঘটনার কথা চারদিকে ছড়িয়ে গেছে। তবে এরপরে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

এই লোকটিই বিমানে মহিলার গায়ে প্রস্রাব করেছিলেন, বেঙ্গালুরু থেকে ধরল পুলিশ

You might also like