Latest News

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৪ রাউন্ড গুলি! হামলার ছক ছিল কি

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক যাত্রীর ব্যাগ থেকে মিলল ৪ রাউন্ড গুলি। বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের সময় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে ওই যাত্রী। তার হাতের ব্যাগ তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার করা হয় বলে খবর। গ্রেফতার করা হয়েছে ওই যাত্রীকে।

জানা গেছে, ধৃত যাত্রীর নাম মহম্মদ গালিব। বিহারের বাসিন্দা মহম্মদ গালিব, মায়ের সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এশিয়া বিমানে টিকিট কাটা ছিল তাদের। বিমানে ওঠার আগে এক্স-রে মেশিনে লাগেজ চেকিংয়ের সময় মহম্মদের হাত ব্যাগে কার্তুজ দেখতে পান কর্তব্যরত নিরাপত্তারক্ষী।

Image - কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৪ রাউন্ড গুলি! হামলার ছক ছিল কি

তারপরই ব্যাগের মধ্যে তল্লাশি চালিয়ে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোথা থেকে গুলি এল, কেনইবা সেই গুলি ব্যাগে করে নিয়ে যাচ্ছিল সে, তা জানার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা।

জিজ্ঞাসাবাদের পরে ধৃতকে এনএসসিবি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশও ধৃতের থেকে জানার চেষ্টা করছে, কোনও হামলার ছক ছিল কিনা।

রেলে অনলাইনে টিকিট কাটেন? সেপ্টেম্বর থেকে পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, জানুন বিস্তারিত

You might also like