Latest News

ভোরে ভূকম্প অরুণাচলে

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার ভোরে ভূকম্প (Earthquake) অনুভূত হয় অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসার (Basar) অঞ্চলে। ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি এই খবর জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, এদিন ভোর সাড়ে চারটের সময় বাসার অঞ্চলের ১৪৮ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ভূকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৯। ভূকম্পের উৎস ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

You might also like