
দ্য ওয়াল ব্যুরো: এক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গুটখা এবং পান মশলা উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত হওয়া গুটখা এবং পান মশলার মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা (banned gutkha worth ₹1.29 lakh)!
ঘটনাটি নভি মুম্বইয়ের তুরভে এলাকার। অভিযুক্তের নাম তুয়াকির নিসারুদ্দিন খান। ৩৬ বছর বয়সি যুবক নভি মুম্বইয়ের খইরানে গাঁও এলাকার বাসিন্দা। তুরভের ড্রামওয়ালি গলি এলাকায় তার একটি পানের দোকান আছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই দোকানে হানা দেয় তুরভে থানার পুলিশ।
তল্লাশিতে তার দোকানের ভিতর প্লাস্টিকের ব্যাগে মজুত করে রাখা বিপুল পরিমাণ পান মশলা (paan masala) এবং নিষিদ্ধ গুটখার সন্ধান মেলে। পুলিশ জানিয়েছে সেগুলি পুরোটাই বাজেয়াপ্ত করা হয়েছে যার মোট মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৪৬০ টাকা। সমস্ত ধরনের গুটখা এবং পান মশলার নমুনা সংগ্রহ করে দোকানটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক ওই নিষিদ্ধ গুটখা নিজে বিক্রি করত না। বরং সে অন্যান্য দোকানদারদের কাছে ওই সমস্ত জিনিস সরবরাহ করত।
অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং খাদ্য সুরক্ষা আইনের বিভিন্ন ধারার মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মমতা ডি লিট পেলেন, রাজ্যপাল বললেন ‘মহিলারা সম্মানিত হলে দেবতারা আনন্দিত হন’