Latest News

তিন বছরের শিশু কন্যাকে গণধর্ষণ! গ্রেফতার দুই অভিযুক্ত, ফের শিরোনামে দিল্লি

দ্য ওয়াল ব্যুরো: গণধর্ষণের অভিযোগে ফের সরগরম দিল্লি। এবার এক তিন বছরের শিশু কন্যাকে গণধর্ষণ (Delhi Gang Rape) করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

দিল্লির (Delhi) ফতেপুর বেরি এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বাড়ির সামনেই খেলছিল শিশুটি। কিন্তু কিছুক্ষণ পর তার বাবা-মা তাকে ডাকতে গিয়ে দেখেন সেখানে নেই। তারপরই মেয়ের খোঁজ শুরু করে পরিবার। এক প্রতিবেশীর থেকে জানা যায় এলাকা সংলগ্ন জঙ্গলে শিশুটিকে দু’জন যুবকের সঙ্গে যেতে দেখেছেন।

সেই প্রতিবেশীর কথা মতোই জঙ্গলে মেয়ের খোঁজ শুরু করেন বাবা-মা। জঙ্গলের মধ্যে একটু যেতেই মেয়ের কান্নার আওয়াজ পান তাঁরা। সেই শব্দ শুনে এগোতেই দেখতে পান একটি গাছের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁদের তিন বছরের মেয়ে। তাড়াতাড়ি সেই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

ঘটনার খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত দুই যুবকের পরিচয় জানতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হল শক্তিমান সিং ও রামনিবাস পানিকা। এই এলাকায় শ্রমিকের কাজ করে তারা। পুলিশ দু’জনকেই গ্রেফতার করেছে।

সল্টলেকের বহুতল থেকে মরণঝাঁপ তরুণীর, মানসিক অবসাদই কি চরম পথে ঠেলে দিল?

You might also like