Latest News

প্রতারণার ফাঁদে ১৭ লক্ষ খোয়ালেন উত্তরপ্রদেশের বাসিন্দা! গ্রেফতার বাংলার ৩ যুবক

দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা চক্র (Fraud) যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, তাতে আগামীর জন্য আশঙ্কা বাড়ছে। অতর্কিতে প্রতারণা জালে পরে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। কখনও অনলাইন প্রতারণা, কখনও চাকরির নামে প্রতারণা, যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার প্রতারকদের জালে পড়ে নিজের সঞ্চয়ের ১৬ লক্ষ ৭৮ হাজার টাকা খুঁইয়েছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের সাইবার ক্রাইমের পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করল মালদহের হবিবপুর এলাকা থেকে।

রবিবার এই ধৃতদের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ভুয়ো আধার কার্ড ব্যবহার করত তারা, পাশাপাশি চাকরি পাইয়ে দেবে এমন প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের মত বিবিধ অপরাধে যুক্ত ছিল তারা। এই তিন অভিযুক্ত হল, মালদহের হবিবপুরের আইহোর সুজন মণ্ডল, হালদার পাড়ার আশিস বর্মন ও উত্তম বর্মন।

Image - প্রতারণার ফাঁদে ১৭ লক্ষ খোয়ালেন উত্তরপ্রদেশের বাসিন্দা! গ্রেফতার বাংলার ৩ যুবক

উত্তরপ্রদেশ পুলিশের সাইবার সেলের আধিকারিক রাজীব তিওয়ারি জানান, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার কিডগঞ্জ থানা এলাকার বাসিন্দা ঘনশ্যাম নামে এক স্বর্ণকার এই প্রতারণা চক্রের পাল্লায় পড়েন।’ প্রতারকরা কীভাবে এই প্রতারণার ছক সাজায়? জানা গেছে, মোবাইল রিচার্জের টাকা ফেরত দেওয়ার নাম করে প্ৰথমে ঘনশ্যামবাবুর ব্যক্তিগত ও ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নেওয়া হয়। তারপর দফায় দফায় ১৬ লক্ষ ৭৮ হাজারেরও বেশি টাকা তুলে নেওয়া হয় সঞ্চিত অর্থ থেকে।

ব্যাঙ্ক থেকে এভাবে টাকা চলে যাওয়ায় প্ৰথমে হতভম্ব হয়ে যান ঘনশ্যামবাবু। পরে বুঝতে পারেন যে তিনি প্রতারকদের পাল্লায় পড়েছেন। বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে, ভুয়ো সিম কার্ড ব্যবহার করে ফোন করে এই প্রতারণার ছক কষা হয়েছিল। সেই সিম কার্ডের সূত্র ধরেই মালদহের এই তিন যুবকের সন্ধান পায় পুলিশ।

ভরসন্ধেয় এলোপাথাড়ি ছুরি, জখম প্রাক্তন কবাডি খেলোয়াড়-সহ ৩! পরকীয়া নিয়ে গন্ডগোলের জের

You might also like