Latest News

পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত বাসন্তী, বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ!

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তাক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti)। বোমা বাঁধার সময় বিস্ফোরণ (bomb blast) হয়ে গুরুতর জখম হলেন তিনজন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভারতীর মোড়ের কাছে তীতকুমার এলাকায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম খালেক, ভুতো ও আকিবুল্লা। কী কারণে ওরা তিনজন বোমা বাঁধছিল, তা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, শনিবার বেলার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে বাসন্তীর ভারতীর মোড় এলাকা। এরপরই গ্রামবাসীরা ছুটে গিয়ে দেখেন সেখানে মাঠের মাঝখানে তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। জানা যায়, ওখানে মণিরুল খান নামে একজনের বাড়িতে বোমা বাঁধা চলছিল। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে।

গ্রামবাসীরা এও দাবি করছেন যে, ওখানে শুধু তিনজন নয়, আরও অনেকেই ছিল। এমনকী একজনের মৃত্যুর আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে অন্যান্য দুষ্কৃতীরা তার দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে আগেই। যে তিনজন গুরুতর জখম হয়েছে, তাদের অবস্থাও ভাল নয় বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে তীতকুমার এলাকায় বাসন্তী থানার তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। থমথমে রয়েছে গোটা গ্রামের পরিবেশ। ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে গ্রামে অশান্তি ছড়াতে তৃণমূলই বোমা মজুত করছে। তবে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছেন।

এদিকে বাসন্তীর এই বোমা বিস্ফোরণ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি নিজেরা বাংলায় দুষ্কৃতী ঢুকিয়ে অশান্তি বাঁধাতে চাইছে। তৃণমূল হিংসা সমর্থন করে না। আমরা গান্ধীবাদী। আমরা হিংসা-অশান্তি চাই না।”

ডিজে বন্ধ করতে বলায় দুই পুলিশ অফিসারকে বেধড়ক মার, সরস্বতী পুজোর ভাসানে অশান্তি

You might also like