
মৃতেদর নাম যমুনা নাথ, মানোয়ারা বেগম ও নিমাই পাল। গতকাল থেকে আজ পর্যন্ত এই তিন জনের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মহলেও শোরগোল পড়ে গিয়েছে।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তবে ফ্লো মিটার না থাকার কারণেই তা ব্যবহার করা যাচ্ছে না।
বিদ্যাসাগর হাসপাতালের তরফে আরও বলা হয়েছে, ২০টি ফ্লো মিটার কেনার জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনও তা সরবরাহ করতে পারেনি। দ্রুত যাতে ফ্লো মিটার আনানো যায় তার চেষ্টা করা হচ্ছে। ফ্লো মিটার না থাকার কারনেই অক্সিজেন সিলিন্ডারের যথাযথ ব্যবহার করা যাচ্ছে না।
দিল্লি, মুম্বই, গুজরাত থেকে প্রায় দিনই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এদিনও অন্ধ্রপ্রদেশের একটি হাসপাতালে তিন জন রোগীর মৃত্যু হয়েছে। তবে কলকাতার হাসপাতালে কোভিড পর্বে এমন ঘটনা এই প্রথম। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।