Latest News

তিন মাসের বাছুর দুধ দিচ্ছে তুফানগঞ্জে! তাজ্জব গ্রামবাসীরা

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীতে কোনও কিছুই যেন অসম্ভব নয়। বিজ্ঞানকেও মাঝেমধ্যে তুচ্ছ মনে হয় এখানে। নাহলে তিনমাসের বাছুর দুধ দেয় কখনও! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে তিন মাস মতো আগে। বাছুরটির কোথায় এখন দুধ খাওয়ার বয়স, তা না… উল্টে সেই নাকি এখন দুধ দিচ্ছে। রবিবার অবাক করা এই ঘটনার সাক্ষী থাকল তুফানগঞ্জের (Tufanganj calf) ছাটগেন্দিগুড়ি এলাকা।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তানের জন্ম, সদ্যোজাতকে বেচেই দিচ্ছিলেন মা! কালনা হাসপাতালে হইচই

ঘটনার কথা জানাজানি হতেই প্রচুর মানুষ সেই বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমায়। বাছুরের (Tufanganj calf) বাঁট থেকে দুধ বের হওয়ার দৃশ্য দেখে তাজ্জব সকলেই। প্রত্যেকের মুখে একই কথা, ‘এমন কাণ্ড কোনওদিন দেখিনি!’

দেখুন ভিডিও:

বাছুরের (Tufanganj calf) মালিক সিদ্দিক আলি মিয়া জানান, ‘আজ সকালেই দেখলাম বাঁট থেকে দুধ বেরোচ্ছে। এর আগে কোনওদিন এমন ঘটনা দেখিনি। এটা হয়ত আল্লাহর কুদরতি!’ তবে তিনি ইতিমধ্যেই পশু চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। গ্রামের হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে বিশেষ লাভ হয়নি। তাই শহরের দিকে বড় ডাক্তার দেখানোর চিন্তা ভাবনা করছেন তিনি।

You might also like